প্রধান নির্বাচক হলেন ইনজামাম

Daily Ajker Sylhet

newsup

০৭ আগ ২০২৩, ১১:১৯ পূর্বাহ্ণ


প্রধান নির্বাচক হলেন ইনজামাম

স্পোর্টস ডেস্ক: সাবেক পাক অধিনায়ক ইনজামাম উল হককে আবারও প্রধান নির্বাচক করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তার এই পদে নিয়োগ পাওয়া নিয়ে গুঞ্জন ছিল। অবশেষে এলো আনুষ্ঠানিক ঘোষণা। ফলে দ্বিতীয়বারের মতো এই দায়িত্ব পেয়েছেন তিনি। গত মাসে এই পদ থেকে সরে দাঁড়ান হারুন রশিদ।
প্রথম দফায় ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রধান নির্বাচক ছিলেন ইনজামাম। নতুন দায়িত্ব পাওয়া ইনজামামের প্রথম কাজটি হবে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা। সিরিজ শুরু হবে ২২ আগস্ট। তার পর অনুষ্ঠিত হবে এশিয়া কাপ।

২০১৯ ওয়ানডে বিশ্বকাপের দলটি ইনজামাম ঘোষণা করেছিলেন। আসন্ন বিশ্বকাপের দলটিও ঘোষণা করতে যাচ্ছেন তিনি। ভারতে ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর।

গত সপ্তাহে পিসিবি চেয়ারম্যানের গড়ে দেওয়া ক্রিকেট টেকনিক্যাল কমিটির সদস্য নির্বাচিত হয়েছিলেন ইনজামাম। জানা গেছে, নতুন দায়িত্বের ফলে তিনি এখন আর টেকনিক্যাল কমিটিতে থাকছেন না। কমিটির বাকি দুই সদস্য হলেন সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ ও মিসবাহ উল হক। যার প্রধান হিসেবে আছেন মিসবাহ। এই কমিটির অন্যতম দায়িত্বই ছিল নির্বাচক কমিটি নিয়োগ। পিসিবি যদিও বলেছে প্রধান নির্বাচক বেছে নেওয়ার কাজটি করেছেন বোর্ড চেয়ারম্যান জাকা আশরাফ।

আরও উল্লেখযোগ্য বিষয়টি হলো টেকনিক্যাল কমিটির কাজটি সম্পূর্ণ অবৈতনিক। কিন্তু প্রধান নির্বাচককে যথাযথ বেতন দেওয়ার নিয়ম রয়েছে। ইনজামাম প্রধান নির্বাচক হওয়ায় এখন কমিটিতে তার বদলে একজনকে নিয়োগ দেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।