জিমেইল অ্যাকাউন্ট বন্ধ করে দেবে গুগল - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৯:০১, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

জিমেইল অ্যাকাউন্ট বন্ধ করে দেবে গুগল

newsup
প্রকাশিত আগস্ট ৮, ২০২৩
জিমেইল অ্যাকাউন্ট বন্ধ করে দেবে গুগল

ডেস্ক রিপোর্ট: অন্তত দুই বছর ব্যবহার করা হয়নি এমন অ্যাকাউন্ট (জিমেইল) বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে গুগল। যদিও ১ ডিসেম্বরের আগে এগুলো বন্ধ করা শুরু হবে না– ব্যবহারকারীদের কাছে এমন সতর্ক বার্তা পাঠানো শুরু করেছে প্রতিষ্ঠানটি।

সিএনএন জানায়, এভাবে ডিলিট করার আগে একাধিকবার সতর্কবার্তা পাঠানো হবে। সেইসঙ্গে ব্যবাহরকারী যদি ব্যাকআপ কোনও ই-মেইল দিয়ে থাকে তাহলে সেখানে ব্যাকআপও করে দেওয়া হবে। সব মিলিয়ে অ্যাকাউন্ট মুছে যাওয়ার আগে ব্যবহারকারী বেশ সময় পাবেন।

সিএনএন জানায়, গত মে মাসে প্রতিষ্ঠানটি এই পলিসি গ্রহণ করে। নিরাপত্তাজনিত কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়। তাদের একটি অভ্যন্তরীণ পর্যবেক্ষণ থেকে দেখা যায়, পুরোনো অ্যাকাউন্টগুলো মূলত অনেকটা রিসাইকেল করা পাসওয়ার্ডের ওপর নির্ভরশীল। আপটুডেট সিকিউরিটি, যেমন-দুই ধাপে যাচাইকরণ চালু নেই পুরাতন একাউন্টে। ফলে এই মেইলগুলো ফিশিং, হ্যাকিং ও স্প্যামের শিকার হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।