লে. গভর্নর শিলা অলিভারের মৃত্যুতে বিএএসজের শোকসভা

Daily Ajker Sylhet

newsup

০৮ আগ ২০২৩, ০১:০৩ অপরাহ্ণ


লে. গভর্নর শিলা অলিভারের মৃত্যুতে বিএএসজের শোকসভা

সুব্রত চৌধুরী – নিউ জারসি রাজ্যের লেঃ গভর্নর শিলা অলিভারের মৃত্যুতে শোকসভা করেছে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি।
গত সাত আগষ্ট, সোমবার রাতে আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউনট এভিনিউর “বাংলাদেশ কমিউনিটি সেন্টার” এ অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল।

শোকসভায় বিএএসজের ট্রাষটি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, বিএএসজে কর্মকর্তা শামীম চৌধুরী, মোঃ গিয়াসউদদীন. শেখ আমিন, শাহরিয়ার আহমদ,রহমান বাবুল, মোঃ মনিরুজামান, বেলাল হোসেন, বেলালউদদীন, নান্না মিয়া, তোলন হক, রওশনউদদীন, আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সদস্য সুব্রত চৌধুরী
প্রমুখ উপস্হিত ছিলেন।শোকসভায় শিলা অলিভারের মৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
শোকসভায় বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল শিলা অলিভারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, তাঁর মৃত্যুতে নিউ জারসি রাজ্যবাসীর অপূরণীয় ক্ষতি হয়েছে । আটলানটিক সিটির প্রবাসী বাংলাদেশিদের সাথে তাঁর আত্মিক সম্পর্ক ছিল।তাঁর
মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিরা একজন সুহৃদকে হারালো।
উল্লেখ্য, গত এক আগষ্ট একাত্তর বছর বয়সে শিলা অলিভার মৃত্যুবরণ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।