ইতালির মিলানে জাতীয়তাবাদী যুব ফোরাম ইতালি উত্তর আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১০:০৮, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ইতালির মিলানে জাতীয়তাবাদী যুব ফোরাম ইতালি উত্তর আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

newsup
প্রকাশিত আগস্ট ৮, ২০২৩
ইতালির মিলানে জাতীয়তাবাদী যুব ফোরাম  ইতালি উত্তর  আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ইতালি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক দফা আন্দোলন বাস্তবায়ন ,স্বৈরাচার অবৈধ সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ইতালির মিলানে জাতীয়তাবাদী যুব ফোরাম ইতালি উত্তরের আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে সাবেক যুবদল নেতা ময়েজুর রহমানের সভাপতিত্বে যুবদল নেতা সৈয়দ মাহির পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলান বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন ,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিলান বিএনপির সাবেক সভাপতি হোসাইন মোহাম্মদ মনির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিলান বিএনপি নেতা এজিএম জয়নাল ,জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল ইতালি উত্তর এর আহ্বায়ক আজমত উল্লাহ রবিন ,জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল ইতালি উত্তরের সদস্য সচিব নূর হোসেন জমির ,মিলান যুবদল নেতা জাফর ইকবাল ,শিমুল চৌধুরী ,ছাত্রদল নেতা জাভেদ মিয়া ,ফয়জুর রহমান ,আব্দুল হক ,জুনেদ আহমেদ ,রুবেল আহমেদ ,আবুল হোসেন,তুহিন আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোর্ আন তেলাওয়াত ও বিএনপির রাজপথে নিহত সাবেক সকল নেতাদের স্মরণে এক মিনিত নীরবতা পালন করা হয়।
বক্তারা দেশে বর্তমানে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা মামলা সহ যে নারকীয় ঘটনা শোকের করছে তার তীব্র নিন্দা জানান। তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের উপর মিত্তা মামলার যে রায় দিয়েছে তা মিথ্যা বলে অবিলম্বে এই মামলার রায় প্রত্যহার করার দাবি জানান এবং সরকারের এমন কর্মকান্ডের তীব্র প্রতিবাদ জানানো হয় এই সভা থেকে।
পরিশেষে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি গঠে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।