নোটিশে আবারও স্থগিতাদেশ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৭:০৭, ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

নোটিশে আবারও স্থগিতাদেশ

newsup
প্রকাশিত আগস্ট ৯, ২০২৩
নোটিশে আবারও স্থগিতাদেশ

ভারত প্রতিনিধি: নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে বিশ্বভারতীর উচ্ছেদের নোটিশের ওপর স্থগিতাদেশ জারি করেছেন দেশটির সিউড়ি জেলা আদালত। মঙ্গলবার মামলার শুনানি শেষে এ স্থগিতাদেশ জারি করা হয়। একই সঙ্গে কীসের ভিত্তিতে উচ্ছেদের নোটিস দেওয়া হয়েছে, তা জানতে চেয়ে বিশ্বভারতীকে নথি পেশের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যেই এ নথি পেশের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আদালতে জানিয়েছেন, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জমি নিয়ে কোনো রকম হস্তক্ষেপ করতে পারবে না বিশ্বভারতী।

অমর্ত্য সেনের আইনজীবী সৌমেন্দ্র রায় চৌধুরী বলেন, ‘এতদিন দুপক্ষের সাওয়াল-জবাব শুনেছেন আদালত। এদিন রায় দেওয়ার দিন ছিল৷ আপাতত স্টে অর্ডার দিয়েছেন। পাশাপাশি বিশ্বভারতীর কাছে নথি চাওয়া হয়েছে। ১৬ সেপ্টেম্বর ফের দিন দেওয়া হয়েছে। ততদিন বিশ্বভারতী কোনো পদক্ষেপ নিতে পারবে না।’

প্রসঙ্গত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নোবেল জয়ী অমর্ত্য সেনের নতুন করে সংঘাতের সূত্রপাত হয় চলতি বছরের জানুয়ারিতে। অর্মত্য সেন তখন শান্তিনিকেতনেই ছিলেন। গত ২৪ জানুয়ারি তাঁর বাড়ি ‘প্রতীচী’র ঠিকানায় চিঠি পাঠায় বিশ্বভারতী কর্তৃপক্ষ। চিঠিতে উল্লেখ করা হয়, বিশ্বভারতীর ১৩ ডেসিমেল জায়গা দখল রেখেছেন অমর্ত্য সেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।