স্ত্রীকে ২ কোটি টাকার গাড়ি উপহার - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৬:২৫, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

স্ত্রীকে ২ কোটি টাকার গাড়ি উপহার

newsup
প্রকাশিত আগস্ট ১০, ২০২৩
স্ত্রীকে ২ কোটি টাকার গাড়ি উপহার

লন্ডন প্রতিনিধি: নানা বিতর্কিত কর্মকাণ্ডে প্রায়ই খবরের শিরোনামে আসেন ব্রিটিশ বক্সার আমির খান। এবার স্ত্রী ফরিয়াল মাখদুমের সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঠেকাতে তাকে প্রায় ২ কোটি টাকা মূল্যের বিলাসবহুল গাড়ি উপহার দিয়ে আলোচনায় এই বক্সার। সম্প্রতি এক নারীর সঙ্গে যৌন ইঙ্গিতপূর্ণ খুদে বার্তা ফাঁস হওয়ার পর সংসার ভাঙতে বসেছিল আমিরের।
পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিখ্যাত বক্সার তার স্ত্রীকে লাল ফিতায় মোড়ানো একটি ব্র্যান্ড নিউ মার্সিডিজ জি-ক্লাস উপহার দিয়েছেন। সেক্সটিং (অশ্লীল খুদে বার্তা) কেলেঙ্কারির কারণে তাদের বিচ্ছেদের গুঞ্জন উঠেছিল। সেটাই আটকানোর মাধ্যম হিসেবে এই পন্থা অবলম্বন করেছেন তিনি।

আমির খান তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছেন। ভিডিওতে লাল ফিতা এবং লাল বেলুন বাঁধা একটি ধূসর বর্ণের মার্সিডিজ জি-ক্লাস গাড়ি দেখা গেছে। মাখদুম গাড়িতে চড়ার পর যাত্রীর আসনে বসেন আমির। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেছেন, ‘ফরিয়ার জন্য ছোট্ট উপহার। আমি জানি সে জি ওয়াগন্স কতটা ভালোবাসে তাই আমি তাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আশা করি তোমার ভালো লাগবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।