কোড শেয়ার চুক্তি করলো বিমান - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৪:৫০, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

কোড শেয়ার চুক্তি করলো বিমান

newsup
প্রকাশিত আগস্ট ১৩, ২০২৩
কোড শেয়ার চুক্তি করলো বিমান

ডেস্ক রিপোর্ট: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনের গালফ এয়ারের সঙ্গে কোড শেয়ার চুক্তি স্বাক্ষর করেছে।
বিমানের প্রধান কার্যালয় বলাকায় ওয়েব প্লাটফর্মে ভার্চুয়ালি উপস্থিতির মাধ্যমে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বিমানের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম এবং গালফ এয়ারের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন ওয়ালিদ আল আলাউয়ি কোড শেয়ার চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষরের সময় বলাকায় গালফ এয়ারের বাংলাদেশ প্রতিনিধি উপস্থিত ছিলেন। এই চুক্তির ফলে বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে।

বিমান জানিয়েছে, টিকিট বিক্রয়সহ অন্যান্য ক্ষেত্রে উভয় এয়ারলাইন্স একে অপরকে সহযোগিতা করবে। বিমান ও গালফ এয়ারের যাত্রীরা ঢাকা-বাহরাইনের পাশাপাশি, উভয় দেশের অভ্যন্তরীণ রুটেও সহজে যাতায়াত করতে পারবেন যা পারস্পরিক সংযোগ বৃদ্ধি করবে।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম বলেন, গালফ এয়ারের সঙ্গে কোড শেয়ার চুক্তি উভয় এয়ারলাইন্সের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক। এটি যাত্রীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং বাংলাদেশের সঙ্গে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর বন্ধনকে শক্তিশালী করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।