অবকাশে কথা হয়নি দুইজনের

Daily Ajker Sylhet

newsup

১৪ আগ ২০২৩, ১২:২৬ অপরাহ্ণ


অবকাশে কথা হয়নি দুইজনের

কানাডা অফিস: একসঙ্গে ছুটি কাটাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও সোফি গ্রেগোয়ার। তবে বরাবরের মতো নয়, এবারের অবকাশ যাপন একটু ভিন্ন। কারণ গত সপ্তাহে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়েছে।

বিচ্ছেদের ওই ঘোষণার পর নতুন করে আলোচনায় এলেন বিশ্বজুড়ে জনপ্রিয় এই জুটি। গত সপ্তাহে ১৮ বছরের দাম্পত্য জীবনের ছাড়াছাড়ির পর পরিবার হিসেবে সন্তানদের নিয়ে তারা একসঙ্গে অবকাশকালীন ছুটি কাটাচ্ছেন। বর্তমানে তারা রয়েছেন ব্রিটিশ কলম্বিয়ায়। তিন সন্তানের সঙ্গে এক সপ্তাহেরও বেশি সময় সেখানে ছুটি কাটাবেন।
কানাডিয়ান প্রেস-এর প্রতিবেদন বলা হয়েছে, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অবকাশকালীন ছুটির যাবতীয় ব্যয়ভার তার ব্যক্তিগত তহবিল থেকে বহন করা হবে। তারা এক সপ্তাহের জন্য কানাডার ব্রিটিশ কলম্বিয়ার পশ্চিম উপকূলের কোথাও থাকবেন। এই দম্পতি অফিসিয়ালি আলাদা হয়ে গেলেও সন্তানদের দেখভালে তারা প্রতিশ্রুতবদ্ধ। তবে দুইজন আলাদা আলাদা বাসস্থানে থাকছেন এবং তাদের মধ্যে কোন কথা হয়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।