খেলাপি ঋণ পুনঃতফসিলে রেকর্ড
১৪ আগ ২০২৩, ১২:২৭ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: নিয়মনীতির শিথিলতার সুযোগ নিয়ে গত বছর ব্যাংকিং খাতে রেকর্ড পরিমাণ খেলাপি ঋণ পুনঃতফসিল (রি-শিডিউল) বা নবায়ন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক মূলত ব্যাংক খাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি কমাতে অনেক সময় এই সুযোগ দিয়ে থাকে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত এক বছর (২০২২ সালে) ব্যাংকিং খাতে রেকর্ড পরিমাণ ৬৩ হাজার ৭২০ কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল করা হয়েছে।
আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১ সালে বিশেষ ছাড়ের আওতায় ২৬ হাজার ৮১০ কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল করা হয়েছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে আড়াই গুণের বেশি খেলাপি ঋণ পুনঃতফসিল করা হয়েছে।