স্পোর্টস ডেস্ক: ইনজুরিতে দীর্ঘ সময়ের চোটে ছিটকে গেছেন রিয়াল মাদ্রিদের মূল গোলকিপার থিবো কুর্তোয়া। তার শূন্যস্থান পূরণে কেপা আরিজাবালাগাকে দলে ভিড়িয়েছে লস ব্লাঙ্কোস। চেলসি থেকে শুধু এই মৌসুমের জন্য তাকে ধারে আনা হয়েছে।
গত সপ্তাহে অনুশীলনের সময় এসিএল ছিঁড়ে যায় কুর্তোয়ার। তাতে করে কমপক্ষে সাত মাসের মতো মাঠের বাইরে থাকবেন বেলজিয়ান গোলকিপার। তার ফলে রিয়ালের সামনে ব্যাকআপ গোলকিপার হিসেবে থাকছেন শুধু আন্দ্রি লুনিন। শনিবার অ্যাথলেতিক ক্লাবের বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচে শুরুর একাদশেও ছিলেন তিনি।
২৮ বছর বয়সী কেপার এর আগেও অ্যাথলেতিক থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার কথা ছিল। তখন সময়টা ছিল ২০১৮। কিন্তু কৌশলগত পরিকল্পনায় রিয়াল পরের বছর কুর্তোয়াকে দলে ভিড়িয়েছে। তার পর কুর্তোয়ার বদলি হয়েই কেপা চেলসিতে নাম লেখান রেকর্ড ৮৭.৭ মিলিয়ন ডলারে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।