ভারতের ব্যাটিং গভীরতা দরকার - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৭:১৪, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ভারতের ব্যাটিং গভীরতা দরকার

newsup
প্রকাশিত আগস্ট ১৪, ২০২৩
ভারতের ব্যাটিং গভীরতা দরকার

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিনিয়র বিশেষজ্ঞ ব্যাটারদের ছাড়া খেলতে নেমে সিরিজে হার দেখেছে ভারতীয় দল। অবশ্য ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে দারুণভাবে আশা জাগিয়েছিল যদিও। কিন্তু শেষ টি-টোয়েন্টিতে ৮ উইকেটে হেরে সিরিজ ৩-২ ব্যবধানে পরাজিত হওয়ার পর দুর্বলতা চোখে পড়ছে হার্দিক পান্ডিয়াদের। হেড কোচ রাহুল দ্রাবিড়ের মতে, ভারতের ব্যাটিং গভীরতা যে কম সেটা আঙুল দেখিয়ে দিয়েছে এই সিরিজ!
টি-টোয়েন্টি ক্রিকেটে বোলিং অপশনে বেলি গুরুত্ব দিচ্ছিল ভারতীয় দল। ঝুঁকি নিয়েও তারা চারজন বোলার নিয়ে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল। ব্যাটিং গভীরতা কম থাকায় সেটা এখন মূল আলোচনার বিষয়। কোচ রাহুল দ্রাবিড়ও তা অস্বীকার করলেন না, ‘এখানে যে স্কোয়াড আছে, আমার মনে হয় কম্বিনেশন পরিবর্তনের ক্ষেত্রে তা হয়তো খুব বেশি নমনীয় হওয়ার সুযোগ আমাদের দেয় না। কিন্তু সামনে আমাদের কিছু জায়গায় নজর দিতেই হবে। যেখানে ভালো করা সম্ভব।’

তার পরই ব্যাটিং গভীরতা নিয়ে সাবেক এই অধিনায়ক বলেছেন, ‘ব্যাটিং গভীরতা বাড়ানোর ক্ষেত্রে নজর দিচ্ছি আমরা। সেজন্য সর্বোচ্চ চেষ্টাও করছি। এক্ষেত্রে বোলিং আক্রমণ দুর্বল না করে কীভাবে ব্যাটিং গভীরতা বাড়ানো যায় সেটা নিশ্চিত করতে মনোযোগ দেওয়া প্রয়োজন।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।