১৭ জোড়া যমজ ভর্তি প্রাইমারি স্কুলে মধুর সমস্যায় শিক্ষকেরা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৯:২৫, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

১৭ জোড়া যমজ ভর্তি প্রাইমারি স্কুলে মধুর সমস্যায় শিক্ষকেরা

newsup
প্রকাশিত আগস্ট ১৪, ২০২৩
১৭ জোড়া যমজ ভর্তি প্রাইমারি স্কুলে মধুর সমস্যায়  শিক্ষকেরা

লন্ডন অফিস: যমজদের নিয়ে অস্থির শিক্ষক-শিক্ষিকারা! কয়েকজনকে নিয়ে সমস্যা না হলেও বেশিরভাগ জোড়াকেই কে কোনজন, চিনতে পারা কঠিন। যদিও স্কুল কর্তৃপক্ষের কাছে বিষয়টা নতুন নয়। প্রতি বছরই জোড়ায় জোড়ায় যমজ শিক্ষার্থী ভর্তি হয় প্রাথমিক বিদ্যালয়গুলোতে। এ বছর সেই সংখ্যাটা দাঁড়িয়েছে ১৭তে। অর্থাৎ নতুন শিক্ষাবর্ষে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হচ্ছে ১৭ জোড়া যমজ।

স্কটল্যান্ডের ইনভারক্লাইড জেলাকে মজা করে অনেকেই ‘টুইনভারক্লাইড’ বলে ডাকেন। ইংরেজিতে টুইন শব্দের অর্থ যমজ। এই জেলায় এত বেশি যমজ শিশু জন্ম নেয় যে, মজার ছলে নামই পাল্টে গেছে জায়গাটির।

বর্তমানে ইনভারক্লাইডের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ১৪৭ জোড়া যমজ শিক্ষার্থী পড়াশোনা করছে। তার সঙ্গে এ বছর যোগ হচ্ছে আরও ১৭ জোড়া। যদিও এটি ২০১৫ সালের রেকর্ড ভাঙতে পারেনি। ওই বছর ১৯ জোড়া যমজ ছাত্রছাত্রী ভর্তি হয়েছিল ইনভারক্লাইডের প্রাথমিক বিদ্যালয়গুলোতে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।