ডেস্ক রিপোর্ট: স্মার্ট বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে কার্বন নিঃসরণ কমানোর মাধ্যমে ‘নেট জিরো বাংলাদেশ’ গঠনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি গোলটেবিল বৈঠক আয়োজন করা হয়। সোমবার (১৪ আগস্ট) ঢাকার মহাখালীর একটি প্রতিষ্ঠানে ‘ক্রিয়েটিং নেট জিরো স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক এ গোলটেবিল বৈঠক যৌথভাবে আয়োজন করে মোবাইল ফোন অপারেটর রবি ও সিএসআর উইন্ডো।
ইনস্টিটিউট অব এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের (আইইইএফএ) জ্বালানি ও জলবায়ু বিশেষজ্ঞ শফিকুল আলম অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। শফিকুল আলম নেট জিরো বাস্তবায়নে বিশ্ব ও দেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরার পাশাপাশি স্মার্ট বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে বাস্তব পদক্ষেপগুলো তুলে ধরেন।
উল্লেখ্য, নেট জিরো হচ্ছে রবির মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান আজিয়াটা গ্রুপ বারহাদ ঘোষিত একটি কার্বন হ্রাস নিঃসরণ কর্মসূচি।
রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (রেগুলেটরি অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশনস) অনামিকা ভক্ত স্বাগত বক্তব্যের মাধ্যমে গোলটেবিল বৈঠকের সূচনা করেন।
সিএসআর ও সাসটেইনেবিলিটি বিশেষজ্ঞ মহিউদ্দিন বাবরের সঞ্চালনায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটির (স্রেডা) চেয়ারম্যান মুনিরা সুলতানা-সহ টেকসই উন্নয়ন খাতে কর্মরত করপোরেট, ডেভেলপমেন্ট সেক্টরের কর্মকর্তারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।