এমবাপ্পেকে ছেড়ে দেবে পিএসজি

Daily Ajker Sylhet

newsup

২২ আগ ২০২৩, ১২:৫৫ অপরাহ্ণ


এমবাপ্পেকে ছেড়ে দেবে পিএসজি

স্পোর্টস ডেস্ক: কিলিয়ান এমবাপ্পে চলতি মৌসুম শেষে প্যারিস সেন্ট জার্মেই ছাড়বেনই। ফরাসি চ্যাম্পিয়নরা বুঝে গেছে, তাকে আটকানো অসম্ভব। তবে বিনামূল্যে মানে ফ্রি ট্রান্সফারে যেন তাকে হারাতে না হয়, সেই বন্দোবস্ত করতে তৎপর ক্লাবের মালিক ও কর্মকর্তারা। স্প্যানিশ গণমাধ্যমের নতুন রিপোর্ট অনুযায়ী, বিশ্ব রেকর্ড ট্রান্সফার ফির প্রস্তাব পেলে গ্রীষ্মকালীন দলবদলের বাজার বন্ধ হওয়ার আগেই এমবাপ্পেকে ছেড়ে দেবে পিএসজি।

স্প্যানিশ আউটলেট এএস জানিয়েছে, লিগ ওয়ান চ্যাম্পিয়নরা তাদের সুপারস্টারকে ছেড়ে দিতে প্রস্তুত যদি কোনও ক্লাব ২৫ কোটি ইউরোর প্রস্তাব দেয়। আগামী বছর চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তাকে বিনামূল্যে হারাতে চায় না প্যারিস ক্লাব।

এমবাপ্পের এজেন্ট ও কাতার অফিসিয়ালদের মধ্যে ইতিবাচক আলোচনা শেষে দুই পক্ষই এই ব্যাপারে সম্মতি দিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।