মার্কিনিদের বেলারুশ ছাড়তে বললো যুক্তরাষ্ট্র - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ১০:০৬, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

মার্কিনিদের বেলারুশ ছাড়তে বললো যুক্তরাষ্ট্র

newsup
প্রকাশিত আগস্ট ২৩, ২০২৩
মার্কিনিদের বেলারুশ ছাড়তে বললো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র অফিস: বেলারুশে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে দেশটি ভ্রমণে জারি করা সতর্কবার্তায় এই আহ্বান জানানো হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য হিল এ খবর জানিয়েছে।

সীমান্তবর্তী দেশ লিথুয়ানিয়া, লাটভিয়া এবং পোল্যান্ড বেলারুশ ভূখণ্ডে রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার যোদ্ধাদের উপস্থিতিতে সীমান্তে নিরাপত্তা জোরদার করার পর যুক্তরাষ্ট্র ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কবার্তায় বেলারুশে অবস্থানরত মার্কিনিদের অবিলম্বে দেশটি ত্যাগ করতে বলা হয়েছে। দেশটিকে সর্বোচ্চ সতর্কতা লেভেল-৪ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।