ডেস্ক রিপোর্ট:নানা তোড়জোড়ের পর অবশেষে সরকারি অনুমোদন মেলে। সেই সুবাদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় হিন্দি ছবি ‘পাঠান’। শাহরুখ খানের এই ছবি গত ১২ মে মুক্তি পেয়ে বেশ ভালো সাড়া পেয়েছিল। অগ্রিম টিকিট বিক্রি থেকে শুরু করে হাউজফুল শো কিংবা হলের ভেতরে ভক্তদের উল্লাস, সবই দেখা গিয়েছিল। সেই সুবাদে বলাবলি হচ্ছিল, বাংলাদেশে হিন্দি সিনেমার বাজার মন্দ নয়।
কিন্তু দ্বিতীয় সিনেমাতেই হোঁচট খেলো বলিউড। দেশের ৩২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। মাল্টিপ্লেক্সগুলোর টিকিট প্ল্যাটফর্ম ঘেঁটে এবং একাধিক হল কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে জানা গেলো, বাংলাদেশে মোটেও সুবিধা করতে পারছেন না ভাইজান।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।