ওয়াইন ধ্বংসে ২০ কোটি ইউরো খরচ করবে ফ্রান্স - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১২:২৬, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ওয়াইন ধ্বংসে ২০ কোটি ইউরো খরচ করবে ফ্রান্স

newsup
প্রকাশিত আগস্ট ২৬, ২০২৩
ওয়াইন ধ্বংসে ২০ কোটি ইউরো খরচ করবে ফ্রান্স

লন্ডন অফিস: ফ্রান্সে ওয়াইনের চাহিদা কমায় বিপাকে পড়েছে দেশটির সরকার। বিপুল পরিমাণ উদ্বৃত্ত ওয়াইন ধ্বংস করতে এবং উৎপাদনকারীদের সহায়তা দিতে ২০ কোটি ইউরো বরাদ্দ করেছে ফরাসি সরকার।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে ফ্রান্সের ওয়াইন শিল্প। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির পাশাপাশি বিয়ারের প্রতি মানুষের আগ্রহ বেড়ে যাওয়ার ওয়াইনের চাহিদা অনেকটাই কমে গেছে। এ ছাড়া অতিমাত্রায় উৎপাদনও এর অন্যতম কারণ।

হ্যান্ড স্যানিটাইজার, পরিষ্কারের পণ্য এবং সুগন্ধীর মতো পণ্য কিনতে এই অর্থের বেশিরভাগ অংশ ব্যবহার হবে। এ ছাড়া মাত্রাতিরিক্ত উৎপাদন বন্ধে ওয়াইন উৎপাদনকারীদের অন্যান্য খাতে উৎসাহিত করতে প্রণোদনাও দেওয়া হবে এই তহবিল থেকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।