চীনা প্রস্তাব বিবেচনা করছে সৌদি আরব - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৬:২৩, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

চীনা প্রস্তাব বিবেচনা করছে সৌদি আরব

newsup
প্রকাশিত আগস্ট ২৬, ২০২৩
চীনা প্রস্তাব বিবেচনা করছে সৌদি আরব

মধ্যপ্রাচ্য ডেস্ক :পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে চীনের একটি প্রস্তাব বিবেচনা করছে সৌদি আরব। পারমাণবিক বিদ্যুতের জন্য রিয়াদের উদ্যোগে যুক্তরাষ্ট্র সাড়া না দেওয়ায় হতাশা থেকে এই পথে হাঁটছে বিশ্বের বৃহত্তম তেল রফতানিকারক দেশটি। বৃহস্পতিবার (২৪ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

অজ্ঞাত সৌদি কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যমটি লিখেছে, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সীমান্তের কাছে সৌদি আরবে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রস্তাব দিয়েছে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি চায়না ন্যাশনাল নিউক্লিয়ার করপোরেশন (সিএনএনসি)।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি কর্মকর্তারা আশা করছেন চীনের প্রস্তাবের ফলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা নিজস্ব ইউরেনিয়াম মজুত না করার প্রতিশ্রুতিসহ রিয়াদের নতুন পারমাণবিক শিল্পকে সহায়তা করার শর্তগুলো শিথিল করতে চাপ দেবে। চীন রিয়াদকে এই ধরনের প্রয়োজনীয়তা মেনে চলার জন্য হয়ত বাধ্য করবে না। পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করার উদ্দেশ্যে এসব শর্তারোপ করেছে মার্কিন প্রশাসন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।