নিউইয়র্ক প্রতিনিধি: বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া এবার শুরু করলেন নতুন এক সফর। আর এই সফরে তার পাশে রয়েছেন স্বামী নিক জোনাস। সফরটি অন্য কিছু নয়, চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্রে খাবারের ব্যবসা শুরু করলেন প্রিয়াঙ্কা। খুলছেন একটি রেস্তোরাঁ। নাম দিয়েছেন ‘সোনা’।
প্রিয়াঙ্কা লিখেছেন, ”আমি আনন্দিত যে, নিউইয়র্কে একটি নতুন রেস্তোঁরা হবে, আমার প্রিয় ভারতীয় খাবারের স্বাদ পাওয়া যাবে। আমি যেসব ভারতীয় খাবার খেয়ে বড় হয়েছি, ‘সোনা’য় সেগুলো মিলবে।”
প্রিয়াঙ্কা আরও লেখেন, ‘রান্নার জন্য নামী ও জনপ্রিয় সেফ হরি নায়েক রয়েছেন, যার মেনুতে রয়েছে অতুলনীয় স্বাদের সম্ভার। তিনি দেশের নানা প্রান্তের খাবারের স্বাদ তুলে ধরবেন এই রেঁস্তোরায়। এই মাসের শেষে চালু হবে রেস্তোরাঁটি। দেখা হবে সেখানে। মণীশ গোয়েল ও ডেভিড রবিন ছাড়া এই ইচ্ছা পূরণ সম্ভব হত না।’
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।