ভাবনায় শুধু এশিয়া কাপ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১১:৩৯, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ভাবনায় শুধু এশিয়া কাপ

newsup
প্রকাশিত আগস্ট ২৬, ২০২৩
ভাবনায় শুধু এশিয়া কাপ

ডেস্ক রিপোর্ট: তামিম ইকবাল অধিনায়কত্ব ছেড়ে দেওয়ায় এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে নতুন অধিনায়ক খুঁজতে বাধ্য হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ‘অবধারিত পছন্দ’ হিসেবে তারা সাকিব আল হাসানকে বেছে নিয়েছে। শনিবার মিরপুরে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে অধিনায়কত্বের ব্যাপারে কথা বলেছেন সাকিব। সামনে এশিয়া কাপ থাকায় আপাতত মহাদেশীয় টুর্নামেন্টকেই শুধু গুরুত্ব দিচ্ছেন তিনি।

বামহাতি অলরাউন্ডারকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়ার সময় সাকিবের সঙ্গে খুব বেশি আলোচনা হয়নি। সামান্য আলোচনাতেই অধিনায়ক হিসেবে নির্বাচন করা হয়েছে তাকে। ওই সময় বোর্ড সভাপতি বলেছিলেন, ‘সামনে এশিয়া কাপ, এরপরই বিশ্বকাপ। এত কম সময়ের মধ্যে আমার কাছে মনে হয়েছে সবচেয়ে সহজ ও অবধারিত পছন্দ সাকিব আল হাসান। সাকিবকে নিয়ে আগে আমার যে সন্দেহ ছিল, এটা আমার ব্যক্তিগত কথা, সে কতটা সিরিয়াস, কোন খেলাটা খেলবে কিংবা খেলবে না…। এখন দেখছি, ক্রিকেট নিয়ে ওর চেয়ে সিরিয়াস কেউ নেই।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।