ডেস্ক রিপোর্ট: বিধিনিষেধগুলো মূলত ছবির সঙ্গে। যেসব ছবি ও চিত্র প্রাণহীন এসব ঘরে থাকলে তাতে নামাজ মাকরুহ হয়। অনেকের মতে নামাজই হয় না। এর সঙ্গে অ্যাকুরিয়ামের মাছের বিধান এক করা যাবে না। কেননা অ্যাকুরিয়ামের মাছ জীবিত।
ঘরে অ্যাকুরিয়াম থাকলে সে ঘরে নামাজ পড়তে অসুবিধা নেই। কিন্তু নামাজের সময় যদি অ্যাকুরিয়ামের দিকে দৃষ্টি যায়, যার ফলে নামাযের মনোযোগ বিচ্ছিন্ন হবার আশঙ্কা হয়; তবে সেখানে নামাজ পড়ার সময় কোনো কাপড় দিয়ে অ্যাকুরিয়াম ঢেকে রাখাটা সতর্কতা হবে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।