ইন্টারন্যাশনাল ডেস্ক: দুর্নীতি দমনে এবার বিশেষ পদক্ষেপ নিল সৌদি আরবের জাতীয় দুর্নীতিবিরোধী সংস্থা ‘নাজাহা’। নাগরিকদের দেওয়া তথ্যেই ফাঁস হবে দুর্নীতিবাজদের মুখোশ। সংস্থাটির মতে, সন্দেহভাজন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিভিন্নভাবেই চিহ্নিত করা যেতে পারে। সাধারণ জনগণের একটুখানি সজাগ দৃষ্টিই পারে কাজটিকে আরও সহজ করতে।
দেশকে দুর্নীতিমুক্ত করার এ লক্ষ্যে সংস্থাটির সঙ্গে সরাসরি যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। আরও বলা হয়েছে, নাজাহার টোল ফ্রি নম্বর, ই-মেইল, ওয়েবসাইট, লিখিত বার্তার মাধ্যমেও নাগরিকরা ধরিয়ে দিতে পারেন অপরাধীকে। সম্প্রতি সৌদি আরব ‘হোয়াইট কলার ক্রাইম’ (পাবলিক দুর্নীতি, স্বাস্থ্যসেবা, জালিয়াতি এবং অর্থ পাচার)-এর বিরুদ্ধে কড়াকড়ি পদক্ষেপ নিচ্ছে। গালফ নিউজ।
চলমান এ অভিযানের ধারাবাহিকতায় কয়েক ডজন রাষ্ট্রীয় কর্মচারী এবং উদ্যোক্তাকে গ্রেফতার করা হয়েছে। চলতি মাসের শুরুর দিকে নাজাহা জানায়, কয়েকটি সরকারি প্রতিষ্ঠানে এক মাসের অভিযানে দুর্নীতির সঙ্গে জড়িত সন্দেহে ১০৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘুস, প্রভাব বিস্তার, মানি লন্ডারিং এবং বিভিন্ন জালিয়াতির সঙ্গে তারা জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। নাজাহ আরও জানায়, গত মহররম মাসে অভিযান চালানো সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, বিচার, স্বাস্থ্য, শিক্ষা এবং পৌরবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।