রোহিঙ্গা সংকট নিরসনে জরুরি আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৮:৫১, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

রোহিঙ্গা সংকট নিরসনে জরুরি আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

newsup
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২৩
রোহিঙ্গা সংকট নিরসনে জরুরি আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

ডেস্ক রিপোর্ট: রোহিঙ্গা সংকট সমাধানে জরুরিভাবে কাজ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নিরাপদ, স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসন শুরু করতে দেরি হলে তা পুরো অঞ্চলকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে বলে এ সময় উল্লেখ করেন তিনি। রাষ্ট্রপতি বলেন, ‘মিয়ানমারের রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধান খুঁজে বের করা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত দায়িত্ব।’

আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে ইন্দোনেশিয়ার জাকার্তা কনভেনশন সেন্টারে (জেসিসি) ‘১৮তম ইস্ট এশিয়া’ শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশন এবং তিন দিনব্যাপী ‘৪৩তম আসিয়ান’ শীর্ষ সম্মেলনের সমাপনী অধিবেশনের আমন্ত্রিত অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এ কথা বলেন।

বিশ্ব নেতৃবৃন্দের উদ্দেশে রাষ্ট্রপ্রধান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক কারণে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছেন। কিন্তু নিরাপদ, স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসন শুরু করতে আরও বিলম্ব ঘটলে এবং মানবিক সহায়তার ঘাটতি হলে পুরো অঞ্চলটি ঝুঁকিতে পড়তে পারে।

রাষ্ট্রপতি সুস্পষ্টভাবে বলেন, সংকটের সাত বছরেও আজ পর্যন্ত এ বিষয়ে কোনও সমাধান চোখে পড়েনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।