ডেস্ক রিপোর্ট: চিপস খেতে কে না ভালোবাসে? তবে বাজার থেকে কেনা প্যাকেটজাত চিপস অস্বাস্থ্যকর। না ভেজে স্বাস্থ্যকর উপায়ে কলার চিপস বানিয়ে ফেলতে পারেন। এই চিপস শিশুদেরকেও দিতে পারবেন নিশ্চিন্তে। ১৬০ ডিগ্রি সেলসিয়াসে প্রিহিটেড একটি এয়ার ফ্রায়ারে সহজেই বানিয়ে ফেলতে পারেন এই চিপস। জেনে নিন রেসিপি৷
দুটি কাঁচা কলার খোসা ছাড়িয়ে নিন। গোল ও পাতলা করে কেটে নিন কলা। সামান্য হলুদের গুঁড়া, লবণ ও তেল ছিটিয়ে মেখে নিন টুকরাগুলো। ১৬০ ডিগ্রি সেলসিয়াসে প্রিহিটেড একটি এয়ার ফ্রায়ারে কলার টুকরোগুলো সিঙ্গেল লেয়ারে দিয়ে সামান্য তেল দিন। চিপস সামনা গরম হয়ে যাওয়ার পর চাট মশলা, গোলমরিচের গুঁড়া ও লাল মরিচের গুঁড়া ছিটিয়ে দিন। চিপস হয়ে গেলে পরিবেশন করুন সসের সঙ্গে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।