ইন্টারন্যাশনাল ডেস্ক: দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলটি সম্প্রতি ইউক্রেন যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। রুশ সামরিক কর্মকর্তাদের মঙ্গলবার তিনি বলেছেন, জাপোরিঝিয়া যে রিজার্ভ ব্রিগেড এনেছে ইউক্রেন তারা পশ্চিম থেকে প্রশিক্ষণ নিয়েছে।
অবশ্য এই দাবির পক্ষে কোনও প্রমাণ দেননি রুশ প্রতিরক্ষামন্ত্রী। এই দাবি স্বাধীনভাবে যাচাইও করা যায়নি।
সের্গেই শোইগু বলেন, যুদ্ধের ‘ট্রাম্প কার্ড’ হতে পারে দক্ষিণ-পূর্বের লড়াই। সেখানে রুশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়লে, ইউক্রেনীয় বাহিনী দক্ষিণে অগ্রসর হতে পারে। এ পরিস্থিতিতে রুশ বাহিনী দুই ভাগে বিভক্ত হয়ে যেতে পারে।
এদিকে রাশিয়ান ভূখণ্ডে হামলার করার জন্য ইউক্রেন অস্ট্রেলিয়ান ড্রোন ব্যবহার করছে বলে দাবি করেছে মস্কো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, অস্ট্রেলিয়ান ড্রোন রুশ লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ব্যবহার করছে কিয়েভ।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।