যুক্তরাষ্ট্রের কাছে ভারত ক্রয় করলো এমকিউ-৯ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:১১, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

যুক্তরাষ্ট্রের কাছে ভারত ক্রয় করলো এমকিউ-৯

newsup
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২৩
যুক্তরাষ্ট্রের কাছে ভারত ক্রয় করলো এমকিউ-৯

যুক্তরাষ্ট্র অফিস: মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক এমকিউ-৯ রিপার ড্রোন কিনতে চলেছে ভারত। সীমান্তে চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই এ ড্রোন কেনার ঘোষণা দিল নয়াদিল্লি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন মার্কিন সফরেই এই নিয়ে চুক্তি চূড়ান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই ড্রোন কী কী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন বিমানবাহিনী, কী ধরনের বোমা বহন করে- এসব নিয়ে এক প্রতিবেদন তৈরি করেছে ভারতীয় গণমাধ্যম এইসময়।

চলতি মাসেই মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই আমেরিকা থেকে অত্যাধুনিক এমকিউ-৯ রিপার ড্রোন কেনায় সম্মতি জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

জানা যায়, ইরানের জেনারেল সুলেইমানি থেকে শুরু করে আল কায়দার জঙ্গিনেতা জওয়াহিরিকে হত্যার জন্য এই ড্রোনের উপরই ভরসা করেছিল মার্কিন বিমানবাহিনী। ২০০৭ থেকে এই ড্রোন ব্যবহার করে আসছে আমেরিকা।

মার্কিন যুক্তরাষ্ট্রের এই এমকিউ-৯ রিপার ড্রোন ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। এজিএম-১১৪ হেলফায়ার মিসাইল থাকে এতে। একসঙ্গে দু’টি ক্ষেপণাস্ত্র ছুড়ে আলাদা আলাদ দু’টি টার্গেট নষ্ট করতে পারে এমকিউ-৯ রিপার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।