পাকিস্তানের আধিপত্যে চোখ রাঙাচ্ছে ভারত - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৯:০৬, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

পাকিস্তানের আধিপত্যে চোখ রাঙাচ্ছে ভারত

newsup
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২৩
পাকিস্তানের আধিপত্যে চোখ রাঙাচ্ছে ভারত

স্পোর্টস ডেস্ক : আধিপত্যে চোখ রাঙাচ্ছে ভারত। এশিয়া কাপে তাদের পারফরম্যান্সই এর মূল কারণ। ম্যাচগুলোর ফলাফলের প্রভাব পড়েছে ব্যাটারদর র্যাঙ্কিংয়ে।

সর্বশেষ র্যাঙ্কিংয়ের পর তিন থেকে ক্যারিয়ার সেরা দুই নম্বরে উঠেছেন ভারতের ওপেনার শুবমান গিল। তার আগে রয়েছেন কেবল পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বাবরের রেটিং ৮৬৩, আর গিলের ৭৫৯।

এশিয়া কাপে এখনও অজেয় থাকা ভারতের সাফল্যের পেছনে ছিলেন টপ অর্ডারের শুবমান গিল, বিরাট কোহলি ও অধিনায়ক রোহিত শর্মারা। টুর্নামেন্টে গিলের দুটি হাফসেঞ্চুরি। মোট রান করেছেন ১৫৪! যার পুরস্কার পেয়েছেন ব্যাটারদের র্যাঙ্কিংয়ে। ধারাবাহিকতায় শীর্ষে থাকা বাবরের সঙ্গে রেটিংয়ের ব্যবধানও নামিয়ে এনেছেন ১০৩ পয়েন্টে।

শীর্ষ দশে গিলই একমাত্র নন। বিরাট কোহলি দুই ধাপ এগিয়ে আট নম্বরে জায়গা করে নিয়েছেন। অধিনায়ক রোহিতও দুই ধাপ এগিয়ে ৯-এ স্থান করে নিয়েছেন। তার মানে হলো সেরা দশে এখন ভারতের তিন ব্যাটার! ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সাড়ে চার বছরে এমনটা এবারই প্রথম ঘটলো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।