নিউইয়র্কের দিনাজপুর জেলা সমিতির নতুন সভাপতি - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৯:০৪, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

নিউইয়র্কের দিনাজপুর জেলা সমিতির নতুন সভাপতি

newsup
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২৩
নিউইয়র্কের দিনাজপুর জেলা সমিতির নতুন সভাপতি

নিউইয়র্ক প্রতিনিধি: নিউইয়র্কে যুক্তরাষ্ট্রস্থ দিনাজপুর জেলা সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। দু’বছর মেয়াদী এ কমিটিতে মোশাররফ হোসেন সভাপতি এবং অ্যাড. আব্দুর রশিদ সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

সুন্দর পরিবেশে অনুষ্ঠিত উক্ত সভায় দিনাজপুর জেলা সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য ছাড়াও নির্বাহী পরিষদের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। সংগঠনের ২৯টি পদে নির্বাহী পরিষদের সকলের নাম ও পদবী এখনো চূড়ান্ত হয়নি।

নতুন কমিটিতে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন-কোষাধ্যক্ষ পদে এফ আলম নিউমুন, সাংগঠনিক সম্পাদক পদে তারেক জাহেরী। বাকি অন্য সদস্যরা হলেন- ফতেনুর আলম বাবু, জাবেদ চৌধুরী ভুট্টু, বিপুল সরকার, শামীম সরকার, ডা. নার্গিস রহমান, মো. শফিউল্লা, তরিকুল ইসলাম, লুৎফর রহমান, শহিদুজ্জামান চৌধুরী লাবলু, মো. গোলাম কিবরিয়া, রেজাউল করিম বাপ্পী, হায়দার আলী সরকার ও আমিনুর রহমান ঈশান প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।