পাকিস্তানে সঠিক সময়ে নির্বাচন চায় যুক্তরাষ্ট্র - BANGLANEWSUS.COM
  • ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

 

পাকিস্তানে সঠিক সময়ে নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

newsup
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২৩
পাকিস্তানে সঠিক সময়ে  নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

নিউইয়র্ক প্রতিনিধি: পাকিস্তানে অবাধ ও সময়মতো নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এ আহ্বান জানিয়েছেন।
এক সাংবাদিক ম্যাথিউ মিলারকে জিজ্ঞেস করেন, পাকিস্তানের জাতীয় নির্বাচন আগামী ৬ নভেম্বর আয়োজন করার জন্য নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট আরিফ আলভি। তবে নির্বাচন কমিশনের দাবি, এত কম সময়ের ব্যবধানে নির্বাচনের আয়োজন করা সম্ভব নয়। পাকিস্তানে আরো একটি সাংবিধানিক সংকট তৈরির উপক্রম হয়েছে। এ বিষয়ে আপনার মতামত কী?

ম্যাথিউ মিলার জবাবে বলেন, বিশ্বের বিভিন্ন দেশের মতো আমরা পাকিস্তানকেও সময়মতো একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানাই। এছাড়া দেশটিকে আমরা মানবাধিকার, মৌলিক স্বাধীনতা এবং আইনের শাসনকে সম্মান করার জন্য বলছি।

এর একদিন আগে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি নির্বাচনের সঠিক তারিখ উল্লেখ করে দেশটির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজাকে একটি চিঠি লিখেছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।