মুখিয়ে বাংলাদেশ - BANGLANEWSUS.COM
  • ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

 

মুখিয়ে বাংলাদেশ

newsup
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২৩
মুখিয়ে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: তিনবার এশিয়া কাপের ফাইনাল খেলা বাংলাদেশ দলের এশিয়া কাপ ভালো কাটেনি এবার। আফগানিস্তানকে হারিয়ে কোনও রকমে সুপার ফোরে উঠলেও পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হারতে হয়েছে। শুক্রবার ভারতের বিপক্ষে টুর্নামেন্টের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়ায় শেষটা রাঙিয়ে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস পেতে চায় সাকিব বাহিনী।

এশিয়া কাপের ম্যাচগুলো সরাসরি দেখা যাচ্ছে টফি-তে। ম্যাচের আগে দলের টপ অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয় বলেছেন, ‘যেটা চলে গিয়েছে ওটা নিয়ে আমরা ভাবি না। বর্তমানে থাকার ট্রাই করি সব সময়। যেহেতু আমাদের সামনে ইন্ডিয়ার সঙ্গে খেলা, ট্রাই করবো ভালোভাবে শেষ করে যে ভুলগুলো করেছিলাম, সেই ভুলগুলো যত তাড়াতাড়ি ওভার কাম করে এখান থেকে ভালো একটা রেজাল্ট নিয়ে যেন যেতে পারি।’

এশিয়া কাপে প্রথম তিন ম্যাচে ব্যর্থ হলেও শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ এক ইনিংস খেলেছেন হৃদয়। ভারতের বিপক্ষে নিজের পরিকল্পনা নিয়ে করা প্রশ্নে হৃদয় বলেছেন, ‘আমার মনে কোনও এক্সপেকটেশন নাই। কোনও চিন্তা ভাবনা করি না। যখন মাঠে যাবো, ট্রাই করবো টিমের জন্য কিছু কন্ট্রিবিউট করতে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।