ডেস্ক রিপোর্ট: গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলার পর সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধের স্থান বাখমুতের দক্ষিণে অবস্থিত আন্দ্রিভকা গ্রামটি। ছবি: এএ আর্কাইভ
পূর্ব ইউক্রেনের যুদ্ধবিধস্ত শহর বাখমুতের কাছের একটি গ্রাম শক্রমুক্ত করার দাবি করেছে কিয়েভ সরকার। ফেসবুকে দেওয়া এক ঘোষণায় শুক্রবার এ দাবি করে ইউক্রেনের সেনাবাহিনী।
এতে বলা হয়, বাখমুতের কাছের আন্দ্রিভকা গ্রামটিকে মুক্ত করা হয়েছে। এ ছাড়া ক্লিশচিভকা এলাকায়ও আংশিক সাফল্য পেয়েছে সেনারা। এ সময় শত্রুদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।
একদিন আগে বৃহস্পতিবার ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী গান্না মালিয়ার আন্দ্রিভকা গ্রামটিকে দখল মুক্ত করার দাবি করে। পরে অবশ্য এ দাবি থেকে সরে আসেন তিনি। কারণ তখনও ওই অঞ্চলে তীব্র লড়াই করছিল ইউক্রেনীয় সেনারা।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।