নিউইয়র্কে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা - BANGLANEWSUS.COM
  • ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

 

নিউইয়র্কে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

newsup
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২৩
নিউইয়র্কে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

নিউইয়র্ক প্রতিনিধি: নিউইয়র্কের জন এফ কেনেডি এয়ারপোর্টে প্রধানমন্ত্রী স্বাগত জানাতে জড়ো হবেন কয়েক হাজার প্রবাসি। আগামী ১৭ সেপ্টেম্বর (রোববার) প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নিউইয়র্কের জন এফ কেনেডি এয়ারপোর্টে জড়ো হবেন কয়েকহাজার প্রবাসি বাংলাদেশি। এ ছাড়া ২২ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুর ১ টায় তিনি জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় বাইরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও প্রবাসী বাংলাদেশিরা আনন্দ মিছিল করবেন।

একই দিন বিকেল ৫ টায় ম্যানহাটন মেরিয়ট দরবার হলে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে নাগরিক সংবর্ধনায় বক্তব্য রাখবেন। নিউইয়র্কে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি চলাকালে তিনি ম্যানহাটন লটোপ্যালেচ হোটেলে অবস্থান করবেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ব্যানার পোষ্টারে ছেয়ে গেছে যুক্তরাষ্ট্রের বাংলাদেশী অধ্যুষিত নিউইয়র্কের জ্যাকসন হাইটস। প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত রেষ্টুরেন্ট পার্টি সেন্টারগুলোতে চলছে দলীয় নেতা-কর্মীদের সভা সমাবেশ ও সংবাদ সম্মেলন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর আগমনে স্মরণকালের শো ডাউন করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।