পর্যবেক্ষণ টাওয়ারে হামলা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ১০:২৭, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

পর্যবেক্ষণ টাওয়ারে হামলা

newsup
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৩
পর্যবেক্ষণ টাওয়ারে হামলা

মধ্যপ্রাচ্য ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকার পূর্ব দিকের ফিলিস্তিনের একটি পর্যবেক্ষণ টাওয়ারে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় তাৎক্ষণিক হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে জানা গেছে, আল-আকসা মসজিদের সমর্থন এবং ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি অনশনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশের জন্য গাজার কাঁটাতারের বাইরে বিক্ষোভ করে শতাধিক যুবক। এরপরই ওয়াচ টাওয়ারে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, শত শত ফিলিস্তিনি ইসরায়েলি সীমান্তে দাঙ্গা সৃষ্টি করে। নিরাপত্তা বেষ্টনিতে বিস্ফোরক ডিভাইস বসিয়ে দেয় তারা। এ সময় সেনাদের দিকে গ্রেনেড ছুড়ে।

বিক্ষোকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি বাহিনী। কিছুক্ষণ পর সীমান্তের কাছে হামাসের একটি পর্যবেক্ষণ টাওয়ারে হামলা চালানো হয়।

ইসরায়েলি কারাগারে শত শত ফিলিস্তিনি বন্দি রয়েছে। অনেকের বিরুদ্ধ সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ রয়েছে। প্রায়শই অনশনে যেতে দেখা যায় তাদের। ইসরায়েলি কারাগারে আমরণ অনশনে থাকা আলোচিত ফিলিস্তিনি বন্দি খাদের আদনান গত ৫ মে ৮৭ দিনের মাথায় মারা যান। ফিলিস্তিনের ইসলামিক জিহাদ গোষ্ঠীটির সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে গত ৫ ফেব্রুয়ারি তাকে আটক হন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।