জনগণের সহযোগিতা চাইলো বিমান বাহিনী - BANGLANEWSUS.COM
  • ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

 

জনগণের সহযোগিতা চাইলো বিমান বাহিনী

newsup
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৩
জনগণের সহযোগিতা চাইলো বিমান বাহিনী

যুক্তরাষ্ট্র অফিস: যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী নিখোঁজ হওয়া একটি এফ-৩৫ যুদ্ধবিমানের খোঁজ পেতে জনগণের সহযোগিতা চেয়েছে। পাইলট যুদ্ধবিমান থেকে নিজেকে মুক্ত করার পর এটি নিখোঁজ রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, রবিবার সন্ধ্যায় দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য সাউথ ক্যারোলাইনার আকাশে যুদ্ধবিমান নিয়ে উড়ছিলেন পাইলট। নাম প্রকাশ না করা পাইলট প্যারাশুট নিয়ে নিরাপদে অবতরণ করেছেন। তিনি হাসপাতালে স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

কী ঘটেছে তা স্পষ্ট নয়। তবে কর্মকর্তারা বলছেন, যুদ্ধবিমানটি কোনও দুর্ঘটনায় পড়ে থাকতে পারে। তারা বলছেন, চার্লসটন শহরের উত্তর দুটি হ্রদের আশেপাশে অনুসন্ধানে গুরুত্ব দেওয়া হচ্ছে। যুদ্ধবিমানটির সর্বশেষ অবস্থানকে মাথায় নিয়ে অনুসন্ধান অভিযান পরিচালনা করা হচ্ছে।

জয়েন্ট বেজ চার্লসটন টুইটারে সহযোগিতা চেয়ে লিখেছে, জরুরি টিম এখনও এফ-৩৫ এর অবস্থান শনাক্ত করার চেষ্টা করছে। জনগণকে সেনাবাহিনী ও বেসামরিক কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানানো হলো।

কোনও তথ্য জানা থাকলে অপারেশন সেন্টারের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।