নিই ইয়র্কে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ১১:০৪, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

নিই ইয়র্কে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক

newsup
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২৩
নিই ইয়র্কে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক

নিউইয়র্ক প্রতিনিধি: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশনের ফাঁকে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এসব বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।

নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে, তিমুর-লেস্তের রাষ্ট্রপতি ড. হোসে রামোস হোর্তা ও ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করেন। জাতিসংঘ সদর দফতরে দ্বিপাক্ষিক সভা কক্ষে এসব বৈঠক হয়।
তিমুর-লেস্তের রাষ্ট্রপতি ড. হোসে রামোস হোর্তার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা)

এ দিন বিকালে প্রধানমন্ত্রীর দৈনন্দিন ব্যস্ততা নিয়ে সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রসি শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে প্রধানমন্ত্রী পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের ওপর জোর দেন এবং পারমাণবিক নিরস্ত্রীকরণ ও অপ্রসারণে বাংলাদেশের অটল অঙ্গীকার পুণর্ব্যক্ত করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।