সাউথ এশিয়া ডেস্ক: আজারবাইজানের সেনাবাহিনীর অভিযান শুরুর ২৪ ঘণ্টার মাথায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে নাগার্নো-কারাবাখ কর্তৃপক্ষ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঞ্চলটিতে রাশিয়ার শান্তিরক্ষা মিশনের প্রস্তাবিত যুদ্ধবিরতি মেনে নিয়েছে তারা। এর আগে যুক্তরাষ্ট্র আজারি বাহিনীকে হামলা বন্ধের আহ্বান জানায়। খবর বিবিসি, আল জাজিরার।
এদিকে আর্মেনিয়া ‘২৪নিউজ’-এর প্রতিবেদনে বুধবার জানা গেছে, নাগোর্নো-কারাবাখে অবস্থিত রুশ শান্তিরক্ষা মিশনের কমান্ডের মধ্যস্থতা ২০ সেপ্টেম্বর দুপুর ১টায় থেকে সামরিক অভিযান সম্পূর্ণ বন্ধের বিষয়ে চুক্তিতে পৌঁছেছে আজারবাইজান।
কারাবাখ বাহিনী যে দাবিটি মেনে নিয়েছে, তার মধ্যে একটি হলো নিরস্ত্রীকরণের প্রস্তাব। ১ লাখ ২০ হাজার আর্মেনিয়ান দক্ষিণ ককেশাস ছিটমহলে বসবাস করছে। এটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত। মঙ্গলবার আজারি বাহিনী কারাবাখে সন্ত্রাসবিরোধী অভিযান শুরুর ঘোষণা দেয়। পাশাপাশি সেখানকার বাহিনীদের আত্মসমর্পণের দাবি জানায়।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।