ডেস্ক রিপোর্ট: দু’দিন আগে টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী আচমকা ঘোষণা দেন, তিনি মা হতে চলেছেন। ইনস্টাগ্রাম পোস্টে ভক্তদের কাছ থেকে আশীর্বাদও চান। মুহূর্তেই বিষয়টি ভাইরাল হয়ে যায়। অনুসারীরা অবাক হয়ে জানতে চায়, বিয়েটা হলো কবে!
হ্যাঁ, ঋতাভরী বিয়ে করেননি। তবে কি আধুনিক যুগের তারকা হিসেবে তিনিও বিয়ে ছাড়াই সন্তান ধারণের সিদ্ধান্ত নিলেন? নাকি মা হওয়ার এই বিষয়ের পুরোটাই ভিত্তিহীন? সব কিছু খোলাসা করলেন অভিনেত্রী।
ঋতাভরী তার প্রথম ওয়েব সিরিজের পোস্টার উন্মোচন করেন। নাম ‘নন্দিনী’। মূলত এই সিরিজেই তাকে অন্তঃসত্ত্বা রূপে দেখা যাবে। আর সেটার প্রচারেই ব্যতিক্রম পন্থা অবলম্বন করেছেন তিনি।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।