ডেস্ক রিপোর্ট: চীনের হাংজুতে আজ এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে। তবে তার আগেই ফুটবল ডিসিপ্লিন মাঠে গড়িয়েছে। হয়েছে বক্সিংয়ের ড্রও। সেখানে ৫০ কেজি ওজন শ্রেণিতে বাংলাদেশের যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিন্নাত ফেরদৌসকে আগামীকাল শুরুতে রিংয়ে নামতে হচ্ছে না। বাই পেয়ে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছেন।
পরের রাউন্ডের খেলা ২৭ সেপ্টেম্বর। জিন্নাতের প্রতিপক্ষ হবেন আগামীকাল মঙ্গোলিয়ান ও ফিলিপিনের বক্সারের মধ্যে বিজয়ী। এই ম্যাচে জিন্নাত জিততে পারলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে।
দ্বিতীয় রাউন্ডে জিন্নাত বলেছেন, ‘আমি খেলার জন্য তৈরি। এখানকার সবকিছু দেখছি। তবে প্রথম রাউন্ডে বাই পেতে হয়েছে। পরের পর্বের জন্য আমাকে তৈরি হতে যাচ্ছে। তবে গেমস সহজ হবে না। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো।’
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।