প্রধানমন্ত্রীর লন্ডন সফরের সময় শোডাউনের প্রস্তুতি আ.লীগের - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:৫২, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

প্রধানমন্ত্রীর লন্ডন সফরের সময় শোডাউনের প্রস্তুতি আ.লীগের

newsup
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৩
প্রধানমন্ত্রীর লন্ডন সফরের সময় শোডাউনের প্রস্তুতি আ.লীগের

লন্ডন অফিস: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামী ২৯ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসি থেকে লন্ডনের উদ্দেশে রওনা হবেন এবং ৩ অক্টোবর পর্যন্ত লন্ডনেই অবস্থান করবেন। তার এই লন্ডন সফরকে সামনে রেখে বড় গণজমায়েত করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। এ উপলক্ষে বেশ কয়েকটি প্রস্তুতি সভাও করেছে তারা।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক রবিবার (২৪ সেপ্টেম্বর) বলেন, ৩০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী লন্ডনে পৌঁছার পর যুক্তরাজ্য আওয়ামী পরিবার ও প্রবাসী বাংলাদেশিরা তাকে স্বাগত জানাবেন। আগামী ২ অক্টোবর সোমবার পশ্চিম লন্ডনের একটি বড় হলে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে নাগরিক সভা করার পরিকল্পনা রয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগের।

যুক্তরাজ্য আওয়ামী লীগের জেষ্ঠ্য নেতা খছরুজ্জামান খছরু জানান, প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে ইতোমধ্যে লন্ডনে আসা সিলেট সিটির নব নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ সিনিয়র নেতারা ধারাবাহিক বৈঠক করছেন। সহযোগী সংগঠনগুলোর সঙ্গেও তারা সমন্বয় করছেন।

যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি, মুক্তিযুদ্ধের সংগঠক, সুলতান মাহমুদ শরীফ বলেন, প্রধানমন্ত্রী খুব ব্যস্ত। একটা সময় নেত্রী দীর্ঘদিন যুক্তরাজ্যে থেকেছেন। এদেশে বোন ও পরিবারের সদস্য ছাড়াও উনার কিছু আপনজন আছেন। লন্ডনে এলে নেত্রী একেবারেই পরিবার ও স্বজনদের সঙ্গে কিছুটা সময় কাটাতে চান। আমরাও সেটা চাই। তবুও নেতাকর্মীদের প্রত্যাশার কারণে আগামী ২ অক্টোবর ব্রিটিশ পার্লামেন্টের কাছের হলে জনসমাবেশ হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।