পাশে থাকা নিয়ে শংঙ্কা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:১৯, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

পাশে থাকা নিয়ে শংঙ্কা

newsup
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৩
পাশে থাকা নিয়ে শংঙ্কা

লন্ডন অফিস: কদিন আগেও ইউক্রেনের অন্যতম মিত্র ছিল প্রতিবেশী পোল্যান্ড। রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে কিয়েভকে সামরিক সহায়তা দিয়ে আসছিল ওয়ারশ। তবে শস্য নিয়ে দেশ দুটির সম্পর্কে ফাটল ধরেছে। নিজেদের উৎপাদিত কৃষিপণ্যের অস্তিত্ব টেকাতে ইউক্রেনের শস্য আমদানিতে নিষেধাজ্ঞা দিতে বাধ্য হয় পোল্যান্ড। তার আগে অস্ত্র সরবরাহ বন্ধ করার ঘোষণাও দেয় পোলিশ সরকার। আর এতেই দুই মিত্রের মধ্যে তৈরি হয় দূরত্ব। শুরু হয় কথার লড়াই।

অটোয়া থেকে কিয়েভ যাওয়ার পথে শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পোল্যান্ডে কিছু সময়ের জন্য নেমে দুই পোলিশ স্বেচ্ছাসেবককে রাষ্ট্রীয় পুরষ্কারে ভূষিত করেন। এ সময় তাকে স্বাগত জানাতে আসেনি কোনও পোলিশ সরকারি কর্মকর্তা। কাজ শেষে অনেকটা নীরবেই নিজ দেশে ফিরে যান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পশ্চিমের জোরালো সমর্থন পাওয়া জেলেনস্কি তার ভাষণে পোল্যান্ডের কড়া সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, ইউরোপে ইউক্রেনের কিছু বন্ধু যেভাবে আরচণ করছে, তা উদ্বেগজনক। তারা ‘রাজনৈতিক মঞ্চে- শস্য নিয়ে একটি রোমাঞ্চকর নাটক তৈরি করেছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।