জানাজার নামাজে তাকবির না পেলে করণীয় কী - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১০:০৬, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

জানাজার নামাজে তাকবির না পেলে করণীয় কী

newsup
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৩
জানাজার নামাজে তাকবির না পেলে করণীয় কী

ডেস্ক রিপোর্ট: জানাজা শুরু হওয়ার পর প্রথম তাকবির না পেলে সে ব্যক্তি মাসবুক গণ্য হবে। সুতরাং সে যদি বুঝতে পারে যে ইমাম কততম তাকবিরে আছেন তবে সে ওই তাকবিরের নির্ধারিত দোয়া পড়বে, অন্যথায় শুরু থেকে দোয়া পড়বে।

অতঃপর ইমাম সালাম ফেরালে খাটিয়া জমিন থেকে ওঠানোর আগে আগে ছুটে যাওয়া তাকবির পূর্ণ করবে। সময় না থাকলে শুধু তাকবিরগুলো আদায় করবে। এক্ষেত্রে দোয়া পড়া জরুরি নয়। তবে খাটিয়া উঠিয়ে নেওয়ার পূর্বে দোয়াসহ তাকবিরগুলো বলার মত সময় পেলে তাকবিরের সঙ্গে দোয়াও পড়ে নেবে।

সূত্র: কিতাবুল আছল ১/৩৫১; আলমুহীতুল বুরহানী ৩/৭৮; বাদায়েউস সানায়ে ২/৫৩; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/১৫৮; শরহুল মুনইয়া, পৃ. ৫৮৭; ফাতাওয়া হিন্দিয়া ১/১৬৪-৫; রদ্দুল মুহতার ২/২১৬

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।