মধ্যপ্রাচ্য ডেস্ক : ইসরায়েলি মন্ত্রিসভার কোনও সদস্য হিসেবে প্রথম প্রকাশ্য সফরে সৌদি আরব পৌঁছেছেন দেশটির পর্যটনমন্ত্রী হাইম কাৎজ। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে আল জাজিরা লিখেছে, জাতিসংঘের একটি সংস্থার সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) তিনি দুই দিনের সফরে রিয়াদ পৌঁছান।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্ভাব্য ত্রিপক্ষীয় চুক্তির আওতায় ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার আলোচনার মধ্যে ইসরায়েলি মন্ত্রী সৌদি আরবে দুই দিনের সফরে রয়েছেন।
হাইম কাৎজের কার্যালয় জানিয়েছে, জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার একটি অনুষ্ঠানে অংশ নিতে একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। সফরটি দুই দিনের।
পর্যটন হলো দেশগুলোর মধ্যে বন্ধন। পর্যটন ক্ষেত্রে সহযোগিতা হৃদয়কে একত্রিত করার এবং অর্থনৈতিক অগ্রগতির সম্ভাবনা রয়েছে। আমি সহযোগিতা, পর্যটন এবং ইসরায়েলের বৈদেশিক সম্পর্ককে এগিয়ে নিতে কাজ করব।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।