তামিমকে ছাড়াই বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ১১:১২, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

তামিমকে ছাড়াই বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা

newsup
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২৩
তামিমকে ছাড়াই বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা

ডেস্ক রিপোর্ট: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল থেকে চলা গুঞ্জনই সত্যি হলো। অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালকে ছাড়াই ভারতে অনুষ্ঠেয় টুর্নামেন্টটি খেলতে যাচ্ছে সাকিব বাহিনী।

বিশ্বকাপের সবগুলো দলই ইতোমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে। শেষ দল হিসেবে বাংলাদেশ তাদের স্কোয়াড ঘোষণা করেছে মঙ্গলবার। তামিম ছাড়া বাকি ক্রিকেটাররা প্রত্যাশিতভাবেই আলোচনায় ছিলেন। আনফিট তামিমকে স্কোয়াডের অন্তর্ভুক্ত করতে চাননি সাকিব। ঠিক এই কারণে তামিমকে ছাড়াই বিসিবিকে দল ঘোষণা করতে হয়েছে।

বিশ্বকাপ দলের সঙ্গী হয়েছেন আরেক আলোচিত ক্রিকেটার তানজিম হাসান সাকিব। এশিয়া কাপে ভারতের বিপক্ষে আলো ছড়িয়েছিলেন তরুণ পেসার। কিন্তু তার কিছু ফেসবুক পোস্ট ভাইরাল হওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। তারপরও নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ছিলেন, বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভালোই বোলিং করেছিলেন তিনি। ইনজুরির কারণে শেষ দুই ম্যাচে তাকে খেলানো হয়নি। শেষ পর্যন্ত তাকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ দল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।