বাইডেন প্রতিশ্রুতি দিলেন নেতানিয়াহুকে - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:৩৮, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

বাইডেন প্রতিশ্রুতি দিলেন নেতানিয়াহুকে

newsup
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২৩
বাইডেন প্রতিশ্রুতি দিলেন নেতানিয়াহুকে

মধ্যপ্রাচ্য ডেস্ক: সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সম্ভাব্য একটি চুক্তি নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার (২০ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পার্শ্ববৈঠকে তারা মিলিত হন। গত ডিসেম্বরে ক্ষমতায় আসার পর বাইডেনের সঙ্গে নেতানিয়াহুর এটিই প্রথম মুখোমুখি বৈঠক। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বৈঠকে দুই নেতা ইঙ্গিত দিয়েছেন তাদের সম্পর্কের টানাপড়েন দূর করতে। কিন্তু বাইডেন স্পষ্ট করেছেন, তাদের মধ্যে যে ভিন্নতা রয়েছে তা নিয়ে আলোচনায় তিনি দৃঢ় প্রতিজ্ঞ।

নেতানিয়াহু বলেছেন, আমি মনে করি যে আপনার নেতৃত্বে আমরা ইসরায়েল এবং সৌদি আরবের মধ্যে একটি ঐতিহাসিক শান্তি প্রতিষ্ঠা করতে পারি। এই শান্তি আরব-ইসরায়েল সংঘাতের অবসান ঘটানোর দূরবর্তী লক্ষ্যে প্রথম পদক্ষেপ, ইহুদি রাষ্ট্রের সঙ্গে ইসলামি বিশ্বের পুনর্মিলন এবং ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।