ধীরে ধীরে ভূখণ্ড পুনরুদ্ধার করছে ইউক্রেন: ন্যাটো মহাসচিব - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৯:১২, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ধীরে ধীরে ভূখণ্ড পুনরুদ্ধার করছে ইউক্রেন: ন্যাটো মহাসচিব

newsup
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২৩
ধীরে ধীরে ভূখণ্ড পুনরুদ্ধার করছে ইউক্রেন: ন্যাটো মহাসচিব

যুক্তরাষ্ট্র অফিস: ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণে ইউক্রেনীয় সেনারা ধীরে ধীরে ভূখণ্ড পুনরুদ্ধার করছে। বৃহস্পতিবার অঘোষিত কিয়েভ সফরে তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গ এক যৌথ সংবাদ সম্মেলনে স্টোলটেনবার্গ বলেছেন, মস্কোর সাম্রাজ্যবাদী বিভ্রমের জন্য লড়াই করছে রুশ সেনারা।

তিনি ঘোষণা দিয়েছেন, গুরুত্বপূর্ণ গোলাবারুদ কেনার জন্য ন্যাটো বিভিন্ন অস্ত্র কোম্পানির সঙ্গে ২৪০ কোটি ইউরো মূল্যের চুক্তির ফ্রেমওয়ার্ক গড়ে তুলছে। এর মধ্যে ১০০ বিলিয়ন ইউরোর ক্রয় নিশ্চিত।

মহাসচিব বলেছেন, এমন চুক্তির ফলে ন্যাটো সদস্য দেশগুলো তাদের মজুত ঘাটতি পুষিয়ে নিতে এবং যুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ গোলাবারুদ ইউক্রেনকে সরবরাহ অব্যাহত রাখতে পারবে।

ন্যাটো মিত্র রোমানিয়ার সীমান্তের কাছে ইউক্রেনীয় ভূখণ্ডে রাশিয়ার হামলার নিন্দা করেছেন স্টোলটেনবার্গ। তিনি বলেছেন, রোমানিয়াকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা চালানোর কোনও প্রমাণ নেই। তবে এমন হামলা বেপরোয়া ও স্থিতিশীলতা নষ্ট করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।