স্পেন প্রবাসী সাংবাদিক বকুল খানকে কুলাউড়া প্রেস ক্লাবের সংবর্ধনা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ১০:২৭, ১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

স্পেন প্রবাসী সাংবাদিক বকুল খানকে কুলাউড়া প্রেস ক্লাবের সংবর্ধনা

newsup
প্রকাশিত অক্টোবর ১০, ২০২৩
স্পেন প্রবাসী সাংবাদিক বকুল খানকে কুলাউড়া প্রেস ক্লাবের সংবর্ধনা

ডেস্ক নিউজঃ অল ইউরোপিয়ান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক স্পেন প্রবাসী সাংবাদিক বকুল খানকে সংবর্ধনা দিয়েছে কুলাউড়া প্রেস ক্লাব। গত রোববার রাত ৮টায় প্রেস ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি ও যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম। মানবজমিন প্রতিনিধি ও প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন কবিরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক, কবি ও সাহিত্যিক সিপার উদ্দিন আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেস ক্লাব কুলাউড়ার প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক স্বপন কুমার দেব রতন, প্রেস ক্লাব, কুলাউড়ার সিনিয়র সহ-সভাপতি ও মানব ঠিকানার মফস্বল সম্পাদক ময়নুল হক পবন, কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মানঞ্জুল হক, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মানব ঠিকানার ভারপ্রাপ্ত সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, সীমান্তের ডাক’র ভারপ্রাপ্ত সম্পাদক সঞ্জয় দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রবাসী সাংবাদিক বকুল খানকে ক্রেষ্ট তুলে দেয়া হয়। প্রবাসী সাংবাদিক বকুল খান প্রেস ক্লাব কুলাউড়ার একটি ওয়েবসাইট ও ম্যাগাজিন প্রকাশনায় অনুদান প্রদানের ঘোষণা দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।