আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১:৫৬, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই

banglanewsus.com
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২৩
আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই

আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই

মাহফুজ আদনান :

মানবতার গান, সাম্যের গান গাই মোরা । আমরা যুদ্ধ চাই না শান্তি চাই” … কবি বলেছেন, তুমি যদি পর দু:খে না হও দু:খিত, মানব তুমার নাম না হওয়া উচিত । কবি ঈশ্বর চন্দ্র গুপ্তের অসাধারণ এই পজ্ঞকতি মনে রাখতে হয় । কারণে অকারণে অনেকেই আমরা কেন বিশ্বে মোড়লেরা মানবতার গান গেয়ে থাকেন । বস্তুত পক্ষে শয়তানের পুজারী হয়ে আমরা ধ্বংসের পথে এগিয়ে যাই । পৃথীবিকে নিয়ে যাই ধ্বংসের দিকে । সমাজ রাষ্ট্র, দেশ পৃথীবি সকল জায়গায় মানবতা আজ চরম হুমকির মুখে । যে কেউ যে কারো মুখের উপর যেমন আমরা যা তা বলে ফেলি তেমনি কিছু হলেই চিৎকার- চেচামেচি, হুমকি ধামকি, হামলা – পাল্টা হামলা, যুদ্ধ পাল্টা যুদ্ধ । চলতে ফিরতে কাউকে আঘাত দিয়ে কথা বলা যেমন একটা ফ্যাশনে পরিণত হয়েছে । এটা কি কোন মানবিক কাজ । বিংশ শতাব্দীর এই যুগে আমরা সচেতন নই বিভিন্ন সময়ে । তাইতো সমাজে ঘটে যায় অঘটন । আর রাষ্ট্রের সাথে রাষ্ট্রের রয়েছে যে সংঘাত । তা থেকে মানব সভ্যতা চলে যায় অতল গহ্বরে । প্রভাব ফেলে বিশ্ব অর্থনীতিতে । সমাজে ও রাষট্রের এসব ঘটনা প্রবাহ আমাদের মত সাধারন মানুষের জীবন করে তুলে অশান্তির । কেননা আমরা যে মানবতার কথা বলি সাম্যের কথা বলি সভ্যতার কথা বলি । আমাদের নেতা মানব সভ্যতার শ্রেষ্ঠ পুরুষ দুই জাহানের সম্রাট হযরত মোহাম্মদ মোসতফা সাললালাহু আলাইহি ওয়া সাললাম । তাই তো মানবতার কথা বলে যাব বারবার যতসময় এ দেহে আছে প্রাণ । কল্যাণের কথা বলে যাব বারবার যতদিন ঠিকে আছি এই সভ্যতায় । তাই বিশ্ব মোড়লদের বলছি, আসুন দেশে দেশে যুদ্ধ বন্ধ করতে ঐক্য গড়ি, সুন্দর আগামীর জন্য ।

লেখক : মাহফুজ আদনান, সম্পাদক ও প্রকাশক, বাংলানিউজইউএসডটকম ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।