ছমির উদ্দিনের প্রয়ানে জেএসএফ বাংলাদেশের শোক - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, ভোর ৫:২৯, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ছমির উদ্দিনের প্রয়ানে জেএসএফ বাংলাদেশের শোক

newsup
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৩
ছমির উদ্দিনের প্রয়ানে জেএসএফ বাংলাদেশের শোক

নিউজ ডেস্ক: ব্রিটিশ বাংলা জার্নালিস্ট ইউনিয়ন ইউকে-র প্রতিষ্ঠাতা-প্রেসিডেন্ট, সাপ্তাহিক জনজীবন এর প্রতিষ্ঠাতা-সম্পাদক আলহাজ্ব ছমির উদ্দিন গত বুধবার ,১৮ অক্টোবর ২০২৩,বিকেল ৩ টায় হোয়াইট চ্যাপেলের রয়েল লন্ডন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইহলোক ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শুক্রবার ( ২০ অক্টোবর ) ইস্ট লন্ডন মসজিদে বাদ জুম্মাহ জানাজা শেষে লন্ডনে তাকে দাফন করা হয় বলে বাপসনিউজকে পারিবারিক সূত্র জানিয়েছন ।

তিনি ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি যুক্তরাজ্য শাখার সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি ছিলেন একজন সজ্জন, নিষ্ঠাবান সমাজকর্মী, সাংবাদিক, আধুনিক মনস্ক ও পরহেজগার ব্যক্তি।

স্বাধীনতা ও বাঙালি জাতিরাষ্ট্রের অন্যতম রূপকার সিরাজুল আলম খান এর একনিষ্ঠ ভক্ত ছিলেন তিনি। তার ধ্যান ধারণা ছিলো শোষণহীন সমাজ ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষের মুক্তি। তিনি ছিলেন একজন সমাজসচেতন-রাজনৈতিক ব্যক্তিত্ব।

তাঁর এই আকম্মিক মৃত্যুতে জেএসএফ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতাহাজী আনোয়ার হোসেন লিটন আমি সত্যি মর্মাহত ও গভীর শোকাভিভূত। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যাদ্বয় ও অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। হাজী আনোয়ার হোসেন লিটন তাঁর বিদেহি আত্মার শান্তি কামনা করেছেন ও শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।