ইতালিতে শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উদযাপন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:৪০, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ইতালিতে শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উদযাপন

newsup
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৩
ইতালিতে শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উদযাপন

নিউজ ডেস্ক: ইতালিতে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভাটি বুধবার ১৮ অক্টোবর রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত হয়।

এই আলোচনা সভার প্রধান অতিথি  ছিলেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি কে এম লোকমান হোসেন, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাঝি, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, প্রধান বক্তা যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রধান সহ অনেকে।

আলোচনা সভাটির সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাসিবুর রহমান নাজমুল পরিচালনা করেন  সংগঠনের সহ সভাপতি শাকিল আহমেদ ও সাংগঠনিক সচিব শরিফুল ইসলাম।

বক্তারা বলেন” বিগত তিন বছর ধরে এই দিনটিকে শেখ রাসেল দিবস হিসাবে পালন হয়ে আসছে। ছোট্ট  রাসেলের জীবনের গল্প শিশু ও কিশোরদের কাছে তুলে ধরতেই এই আয়োজন। সেই সঙে এই দিবস কে সামনে রেখে প্রবাসে বেড়ে ওঠা শিশুদের নিয়ে বিভিন্ন ধরনের আয়োজন করা যায় যার  ফলে আগামী প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর জীবন দর্শন জানার পাশাপাশি দেশপ্রেমেও তারা  উদ্বুদ্ধ হবে।

শেষে শেখ রাসেল সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।