স্পোর্টস ডেস্ক: চলমান ওয়ানডে বিশ্বকাপে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের দলে থাকা নিয়ে হয়েছে নানা নাটকীয়তা। ফিটনেস নেই, স্ট্রাইক রেট কমসহ নানা ইস্যুতে একাধিক সিরিজ দলের বাইরে রাখা হয় রিয়াদকে। তবুও হাল ছাড়েননি তিনি। নিজের কাজটুকু করে গেছেন নীরবে। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে তিনি আবারও প্রমাণ করেন, এখনও ফুরিয়ে যাননি। শেষ পর্যন্ত অভিজ্ঞ এই ক্রিকেটারকে দলে রেখেই বিশ্বকাপ দল ঘোষণা করে বিসিবি।
যে রিয়াদের বিশ্বকাপ দলে থাকা নিয়ে ছিল সংশয়, সেই রিয়াদই এখন দলের অন্যতম মূল ভরসা। তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে দ্রুত যেমন রান তুলছেন তেমনি দলের বিপদে হালও ধরছেন তিনি। বিশ্বকাপে বাংলাদেশ এখন পর্যন্ত খেলেছে চার ম্যাচ। সেই চার ম্যাচ শেষে বাংলাদেশ দলে ধারাবাহিকতার বিচারে মাহমুদউল্লাই আছেন বিশ্বাসের প্রতীক হয়ে।
চলমান ওয়ানডে বিশ্বকাপে টাইগারদের পক্ষে বাউন্ডারি হাঁকানোর দিকে সাকিব-মুশফিক-শান্তদের পেছনে ফেলে এগিয়ে রয়েছেন রিয়াদ। ৩ ম্যাচ আর ২ ইনিংস খেলেই এখন পর্যন্ত ৫টি ছয় মেরেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩টি ছয় হাঁকিয়েছেন তাসকিন আহমেদ। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৭টি ছক্কা হাঁকিয়েছেন ভারতের রোহিত শর্মা।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।